স্বামীর কাছে একটি নতুন মোবাইল ও ইন্টারনেট সংযোগের জন্য টাকা চান। কিন্তু তা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন স্বামী।
Published : 07 Oct 2023, 04:14 PM
মানিকগঞ্জের সিংগাইরে স্বামীর সঙ্গে অভিমান করে ‘বিষপান করা’ এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার সকালে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম।
এর আগে শুক্রবার রাতে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর এলাকায় বিষপান করেন আঁখি আক্তার (১৯)।
আঁখি ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে। দুই বছর আগে তার সঙ্গে একই এলাকার মো. ওয়াসিমের বিয়ে হয়। ওয়াসিম বর্তমানে সৌদি আরব প্রবাসী।
স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাতে ওসি মিজান জানান, শুক্রবার রাতে আঁখি তার স্বামীর কাছে একটি নতুন মোবাইল ও ইন্টারনেট সংযোগের জন্য (ওয়াইফাই) টাকা চান। কিন্তু স্বামী তা দিতে অস্বীকৃতি জানালে অভিমান করে রাত ১০টার দিকে বিষপান করেন আঁখি।
টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে হস্তান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত প্রত্রিয়া চলমান বলে জানান ওসি।