ভোট কেন্দ্রের সামনে স্বপন আলী চাকু ও জিআই পাইপ নিয়ে ঘোরাফেরা করছিলেন বলে পুলিশের ভাষ্য।
Published : 02 Nov 2022, 01:38 PM
টাঙ্গাইলের গোপালপুরে নগদা শিমলা ইউনিয়নে ভোট কেন্দ্রের সামনে ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সকালে মাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক স্বপন আলী (২২) একই ইউনিনের রায়ের মাকুল্যা গ্রামের ইমান আলীর ছেলে। তিনি মুদি ব্যবসায়ী।
গোপালপুর থানার এস আই মো. মাসুদ রানা সাংবাদিকদের বলেন, ভোট কেন্দ্রে সামনে স্বপন আলী দেশীয় ধারালো অস্ত্র ‘চাকু ও জিআই পাইপ নিয়ে’ ঘোরাফেরা করছিলেন। কেন্দ্রের সামনে থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলার প্রস্তুতি চলছে।
বুধবার টাঙ্গাইলর পোপালপুর নগদা শিমলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। ইভিএম-এর মাধ্যমে সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ২৬ হাজার ৩৪৯ জন। ভোট কেন্দ্র রয়েছে ১০টি।
নির্বাচনকে সুষ্ঠু করতে পর্যাপ্ত আইনশখলা রক্ষাকারী বাহিনী মোতায়ন করা হয়েছে বলেও জানান টাঙ্গাইলের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম কামরুল হাসান।