নগর ভবনের স্বাস্থ্যসেবা কেন্দ্রে সেবা নিতে আসা চার হাজার ৪০৬ জন শিশুর মধ্যে এই জরিপ চালানো হয়।
Published : 14 Nov 2023, 05:02 PM
রংপুর সিটি করপোরেশনের আওতাভুক্ত বস্তি এলাকার শতকরা ৬৭ ভাগ শিশু স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে বলে এক জরিপে উঠে এসেছে। এতে দেখা গেছে, ছেলেশিশুর তুলনায় কন্যাশিশুরা বেশি অপুষ্টির শিকার হচ্ছে।
সোমবার দুপুরে সিটি করপোরেশনের সভাকক্ষে বাংলাদেশ নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ‘অনুর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের পুষ্টিহীনতা যাচাই’ এর ফলাফল অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।
গত ৫ জুন থেকে ৫ অগাস্ট পর্যন্ত ইউনিসেফের সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় নগর ভবনের স্বাস্থ্যসেবা কেন্দ্রে সেবা নিতে আসা চার হাজার ৪০৬ জন শিশুর মধ্যে এই জরিপ চালানো হয়।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান ইবনে তাজ বলেন, জরিপে দেখা গেছে, ৩৮ দশমিক ৬০ শতাংশ শিশু অপুষ্টির শিকার, ২৮ দশমিক ৩৬ ভাগ শিশু ওজনে বেশি; যা উদ্বেগজনক। তবে ৩৩ দশমিক ০৪ ভাগ শিশু স্বাভাবিক বলে চিহ্নিত হয়।
“এ সময় ৭২ জন মারাত্মক অপুষ্টির শিকার শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
কামরুজ্জামান ইবনে তাজ আরও বলেন, ছেলেদের তুলনায় মেয়েরা বেশি অপুষ্টিতে ভুগছে। এ থেকে বোঝা যায়, নগরীতে শিশুরা লিঙ্গ বৈষম্যের শিকার হচ্ছে। অভিভাবকরাও শিশুদের পুষ্টিকর খাবারের বিষয়ে সচেতন নয় বলে জরিপে উঠে এসেছে।
এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, সচিব উম্মে ফাতিমা, সেভ দ্য চিলড্রেনের জনস্বাস্থ্য তথ্যবিদ পলাশ কুমার রায়।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]