অনিয়মের অভিযোগে অবৈধ গ্যাস সংযোগকারীদের মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানায় তিতাস কর্তৃপক্ষ।
Published : 15 May 2023, 07:28 PM
নরসিংদীর পলাশ উপজেলায় অর্ধশত অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সিলভিয়া স্নিগ্ধা ঘোড়াশাল পৌরসভার শান্তানপাড়ায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে থাকা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নরসিংদীর উপ-মহাব্যবস্থাপক নাসিমুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্রের যোগসাজশে ঘোড়াশাল অঞ্চলের বাসাবাড়িতে অর্ধশতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছিল। এতে বৈধ গ্রাহকরা গ্যাসের চাপ কম পাওয়াসহ সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছিল।
“খবর পেয়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কিছু রাইজারের মাধ্যমে নেওয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।”
এ ছাড়া অনিয়মের অভিযোগে অবৈধ সংযোগকারীদের মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।
অভিযানে তিতাস গ্যাস কোম্পানির নরসিংদীর ব্যবস্থাপক মাকসুদুর রহমান, সহকারী ব্যবস্থাপক মজিবুর রহমান, সুরজিৎ কুমার সাহাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।