দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, আটক হওয়া আশিকের বিরুদ্ধে আগেও নাশকতার অভিযোগ এবং মামলা ছিল।
Published : 17 Nov 2023, 12:23 AM
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গাড়ি ভাঙচুরের চেষ্টার সময় জামায়াতে ইসলামী সমর্থক ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার বিকেলে দেবহাটা উপজেলার বহেরা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটক হওয়া তরুণের ডাক নাম আশিক। তার বাড়ি ঘোনা গ্রামে।
জেলা শ্রমিক লীগ নেতা ও বহেরা এলাকার বাসিন্দা আজিবুর রহমান আলিম জানান, হরতাল ও অবরোধের সমর্থনে বহেরা বাজারের পূর্বপাশ থেকে লাঠিসোঁটা নিয়ে একটি ঝটিকা মিছিল বের করে শিবিরের নেতা-কর্মীরা।
মিছিলটি বাজারের পশ্চিমপাশে অগ্রসর হলে তারা একটি যাত্রী বোঝাই বাস, ইজিবাইকসহ কয়েকটি গাড়ির গতিরোধ করে ভাঙচুরের চেষ্টা চালায়।
“এ সময় স্থানীয় লোকজনসহ ধাওয়া করলে অধিকাংশ নেতাকর্মীরা পালিয়ে গেলেও এক কর্মীকে আটক করা হয়। পরে দেবহাটা থানা পুলিশকে খবর দিলে তারা এসে যুবককে আটক করে”, আজিবুর রহমান বলেন।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, “আশিকের বিরুদ্ধে আগেও নাশকতার অভিযোগ এবং মামলা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।