Published : 18 Nov 2023, 05:06 PM
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন।
নিহত মুনতাসির হোসেন সাজিন (২) এলাকার মো. মাঈনুদ্দিনের ছেলে এবং হাবিবা আক্তার (২) রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকার রাজু মিয়ার মেয়ে।
নিহত সাজিন ও হাবিবা মামাতো-ফুফাতো ভাইবোন।
পরিবারের বরাতে সোনারগাঁ থানার এসআই পঙ্কজ কান্তি সরকার বলেন, শুক্রবার বিকালে হাবিবা তার বাবার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। সকালে দুই ভাইবোন উঠানে খেলা করছিল। কোনো এক সময় তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পুকুরের দিকে গেলে তাদের ভাসমান অবস্থায় দেখতে পায়।
দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান পরিদর্শক মোহসীন।