রঘুনন্দন পাহাড়ের রাবার বাগানের একটি নির্জন স্থানে অর্ধগলিত মরদেহ দেখতে পায় বনকর্মীরা।
Published : 05 Nov 2023, 05:08 PM
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পাহাড় থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার সীমান্তবর্তী শাহজীবাজার রঘুনন্দন পাহাড়ে মরদেহটি পাওয়া যায় বলে জানান চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা।
নিহতে নাম-পরিচয় এখনো জানা যায়নি বলে জানায় পুলিশ।
পরিদর্শক বলেন, রঘুনন্দন পাহাড়ের রাবার বাগানের একটি নির্জন স্থানে অর্ধগলিত মরদেহ দেখতে পায় বনকর্মীরা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
“প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, লাশ গুম করতে তাকে হত্যা করে জঙ্গলে ফেলে গেছে দুর্বৃত্তরা।”
এ ছাড়া এটি হত্যা নাকি অন্যকিছু তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]