শিশুর দুধ গরম করার জন্য ম্যাচ দিয়ে চুলা জ্বালাতে গেলেই রান্নাঘরে আগুন ধরে যায়।
Published : 08 Oct 2023, 02:02 PM
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রান্নাঘরে জমা গ্যাসের আগুনে শিশুসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন। সিলিন্ডারের লাইনের লিকেজ থেকে ঘরটিতে গ্যাস জমে ছিল বলে ধারণা ফায়ার সার্ভিসের।
রোববার ভোর ৪টার দিকে উপজেলার নাগেরচর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার এসআই রাসেল মিয়া।
এই ঘটনায় দগ্ধ অরিজিৎ কুমার সরকার (৩৫), তার স্ত্রী অপু বিশ্বাস ওরফে রিংকু (২৮) এবং তাদের আড়াই বছর বয়সী সন্তান কাব্য রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
দগ্ধ রিংকুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালটির আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।
তিনি বলেন, এই নারীর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তার স্বামী ও সন্তানের যথাক্রমে ১৪ শতাংশ ও ২০ শতাংশ পুড়ে গেছে।
স্থানীয়দের বরাতে পুলিশের এসআই রাসেল বলেন, রাতে শিশুর দুধ গরম করার জন্য ম্যাচ দিয়ে চুলা জ্বালাতে গেলেই রান্নাঘরে আগুন ধরে যায়। প্রতিবেশীরা চিৎকার শুনে দগ্ধ রিংকুসহ তার স্বামী ও সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানকার চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
ঘটনাস্থল পরিদর্শন করে আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হাসান বলেন, রান্নাঘরে একটি গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় পাওয়া গেছে। তবে সিলিন্ডারের সঙ্গে চুলার সংযোগ লাইনটি পুড়ে গেছে।
“প্রাথমিকভাবে ধারণা করছি, এই লাইনে কোনো লিকেজ ছিল, যা থেকে রান্নাঘরে গ্যাস জমে ছিল। ওই জমা গ্যাস থেকেই আগুনের ঘটনা ঘটেছে।”