২৭ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা যাবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে।
Published : 17 Apr 2023, 01:09 AM
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ছয় মেয়র পদপ্রার্থীসহ ৩০৩ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
রোববার পর্যন্ত সংরাক্ষিত ওয়ার্ডের একজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এন কামরুল হাসান জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর রোববার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মেয়র পদে ৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৭ জন ও সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৩০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির গাজীপুর জেলা সভাপতি এম এম নিয়াজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন মন্ডল, মো. আতিকুল ইসলাম (গণফ্রন্ট), মো. রাজু আহমেদ, স্বতন্ত্র শাহনুর ইসলাম ও আবুল হোসেন।
রিটার্নিং অফিসার বলেন, নির্বাচনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে ভোট গ্রহণের জন্য ৪৭৮টি ভোট কেন্দ্র, ৩৪৯১টি ভোট কক্ষ থাকবে। অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৪৮৬। এ ছাড়া প্রিজাইডিং অফিসার থাকবেন ৪৭৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন ৩ হাজার ৪৯১ জন ও পোলিং অফিসার থাকবেন ৬ হাজার ৯৮২ জন।
তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রিটার্নিং অফিসার জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি স্থানীয় পুলিশ, জেলা প্রশাসন, সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন এবং তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ নিচ্ছেন।