মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধের আহ্বানে ফেনীতে মানববন্ধন

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2022, 06:20 PM
Updated : 9 Dec 2022, 06:20 PM

মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে ফেনীতে মানববন্ধন করেছেন মানবাধিকারকর্মীরা। 

আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার সকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে এ কর্মসূচি পালিত হয়। 

মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত কর্মসূচিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির ফেনীর ফোকাল পার্সন, মানবাধিকারকর্মী ও সাংবাদিক নাজমুল হক শামীম। 

ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি এতে সভাপতিত্ব করেন; সঞ্চালনা করেন ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঁঞা। 

বক্তব্য দেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, সু-শাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন। 

এ ছাড়া বক্তব্য দেন পুলিশি নির্যাতনের শিকার সাংবাদিক এসএম ইউসুফ আলী, ‘আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে’ ধরে নেওয়ার পর নিখোঁজ যুবদল নেতা মাহাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা, বড় ভাই মাহফুজুর রহমান, মেজ ভাই মোস্তাফিজুর রহমান, রিপনের ছোট মেয়ে ফাহিমা আক্তার নাওফি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, কবি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এম ডি মোশাররফ ও মানবাধিকারকর্মী আবদুস সালাম। 

এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের মূল চেতনায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো আহ্বান জানান। 

মানববন্ধনে গুমের শিকার ব্যক্তিদের স্বজন, সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকারকর্মীরা ছিলেন।