আগুনে হোটেল, সেলুনসহ কয়েকটি দোকান পুড়ে গেছে।
Published : 30 Nov 2023, 10:02 AM
গাজীপুর মহানগরীর পূবাইলে এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বুধবার রাত ১১টার দিকে পূবাইল রেলস্টেশন এলাকায় দেওয়ান মার্কেটে আগুনের এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম।
স্থানীয় বাসিন্দা রহমত আলী জানান, রাতে হঠাৎ দেওয়ান মার্কেটের একটি দোকান থেকে ধোঁয়া দেখতে পায় এলাকাবাসী। কিছুক্ষণের মধ্যেই আগুন আশেপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় জয়দেবপুর ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
“মোট চারটি ইউনিটের দমকল কর্মীদের চেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ”
আগুনে হোটেল, সেলুনসহ কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।