এ ঘটনায় আবু শামা এবং সাধন কুমার প্রামাণিক নামের দুই চাষি বাঘা থানায় মামলা করেছেন।
Published : 12 Dec 2022, 10:04 PM
রাজশাহীর বাঘায় একরাতে ‘১৫ চাষির চার শতাধিক’ আম গাছ কেটে দিল দুর্বৃত্তরা।
রোববার রাতে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী চাষিরা জানান।
এ ঘটনায় সোমবার সকালে আবু শামা এবং সাধন কুমার প্রামাণিক নামের দুই চাষি বাদী হয়ে মামলা করেছেন বলে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান।
তবে এজাহারে তারা কারও নাম উল্লেখ করেননি।
চাষি আবু শামা (৪৫) বলেন, “আমার ১৮ বছর বয়সী ২৮টি গাছ করাত দিয়ে কেটে ফেলা হয়েছে। গত মৌসুমে প্রতিটি গাছে প্রায় পাঁচ মণ করে আম ধরেছিল। একইভাবে গ্রামের ১৫ জন কৃষকের চার শতাধিক আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।”
আবু শামা আরও বলেন, “একেকটা গাছ আমার সন্তানের মতন। সন্তান যেভাবে মানুষ করতে হয়, একেকটা গাছ সে রকম যত্ন নিয়ে বাঁচাতে হয়।”
কয়েক বছর আগে দুর্বৃত্তরা রাতের আঁধারে একই বাগানের ২০টি গাছ কেটে দিয়েছিল বলেও জানান এ চাষি।
ভুক্তভোগী প্রবীর সরকার বলেন, “আমার প্রায় ১৮ বছর বয়সী ১৮টি আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকালে মাঠে গিয়ে দেখি মাঠ সাফ কইরি দিচে। আমার প্রতিবেশী নিপেন্দ্রনাথ প্রামাণিকের ১৫টি ছাড়াও তার ছোট ভাই রিপনের ১৫টি গাছ কেটে ফেলা হয়েছে।”
স্থানীয় মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, “লোকমুখে শুনে আমি বাগানে গিয়েছিলাম। কোনো কোনো গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে। কোনোটার ডালপালা সরিয়ে নেওয়া হয়েছে। শুধু কাটা গোড়া দেখা যাচ্ছে; কোনোটা বাগানেই পড়ে আছে। প্রায় ৩২ বিঘার মাঠজুড়ে একই দৃশ্য। ঘটনাটি খুবই মর্মান্তিক।”
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”