সুনামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

শশুর বাড়ি গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালানোর সময় জালালকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

সুনামগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2023, 09:17 AM
Updated : 9 March 2023, 09:17 AM

সুনামগঞ্জের জামালগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন আসামির উপস্থিতিতে এই সাজার আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী খায়রুল কবীর রোমেন।

দণ্ডিত জালাল উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইচ্চারচর গ্রামের আব্দুস সোবানের ছেলে।

মামলার নথির সূত্রে বাদীপক্ষের আইনজীবী শাহাব উদ্দিন জানান, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই স্ত্রী সামিয়া বেগম (১৯) কে নির্যাতন করতেন জালাল উদ্দিন। স্বামীর নির্যাতনে জামালগঞ্জের ফেকুল মামুদপুর গ্রামে বাবার বাড়ি চলে যান সামিয়া।

২০২০ সনের ৩০ অক্টোবর রাতে শশুর বাড়ি গিয়ে স্ত্রী সামিয়াকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন জালাল। এ সময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

সামিয়ার বাবা প্রবাসী হওয়ায় পরদিন তার দাদা আব্দুল গফুর বাদী হয়ে জালাল উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দিলে আদালত স্বাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার আসামির যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন।

একইসঙ্গে তাকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে বলেও জানান আইনজীবী শাহাব উদ্দিন।