কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সৌদি প্রবাসী এক ব্যক্তির স্ত্রী এবং তার দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৯টার দিকে শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের এক বাড়ি থেকে তাদের লাশ উদ্ধারের কথা জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
নিহতরা হলেন- ওই গ্রামের সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার (৩৫) এবং তার দুই মেয়ে মোহনা (১১) ও বন্যা (৭)।
পুলিশ সুপার বলেন, “তিনজনের মৃত্যুর ঘটনা স্বাভাবিক মনে হচ্ছে না। এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা, এখনই বলা যাচ্ছে না। তবে আলামত দেখে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।”
লাশ উদ্ধারের সময় ঘরের দরজা খোলা ছিল জানিয়ে তিনি বলেন, “ভেতরে জোর-জবরদস্তির কোনো আলামত পাওয়া যায়নি। আসবাবপত্র ও অন্যান্য মালামাল সুরক্ষিত আছে। তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”
তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর কথা জানিয়ে হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি, কাউকে আটকও করা হয়নি।