ভোট দিয়ে শমসের মবিন বললেন, ‘প্রচুর সাড়া পাচ্ছি, জয় নিয়ে আশাবাদী’

তিনি বলেন, “এবার অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে আশা রাখি। এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে।”

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2024, 05:46 AM
Updated : 7 Jan 2024, 05:46 AM

তৃণমূল বিএনপির চেয়ারপারসন, সিলেট-৬ আসনের প্রার্থী শমসের মবিন চৌধুরী নিজের ভোট দিয়েছেন।

রোববার সকাল পৌনে ৯টায় আম্বরখানা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “ভোটারদের প্রচুর সাড়া পাচ্ছি। এবার অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে আশা রাখি। এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। জয়ের ব্যাপারে আশাবাদী।”

নিজের নির্বাচনি এলাকায় ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে দাবি করে তিনি বলেন, “আমাদের এখানে প্রার্থীদের মধ্যেও সহমর্মিতা রয়েছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ। গত দুই নির্বাচনে নানা কারণে ভোটাররা ভোট দিতে পারেননি। এবার সুযোগ পেয়ে তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।”

নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তৃণমূল বিএনপির চেয়ারপারসন আরও বলেন, “আমরা নতুন দল হিসেবে এবার প্রস্তুতির সময়ও কম পেয়েছি। তবু আশা করছি, তৃণমূল বিএনপি অনেক ভালো করবে।”

সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) শমসের মবিন ছাড়া অন্য প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ; জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী, সাবেক এমপি সেলিম উদ্দিন; স্বতন্ত্র প্রার্থী, কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরোয়ার হোসেন।