খাগড়াছড়িতে গেইট চাপায় শিক্ষার্থীর মৃত্যু: ঘটনাস্থলে তদন্ত টিম

শিক্ষা কর্মকর্তা, ঠিকাদার, বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2022, 01:40 PM
Updated : 14 August 2022, 01:40 PM

খাগড়াছড়িতে স্কুলের গেইট চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রোববার দুপুরে খাগড়াছড়ি সদরের খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান এলজিইডির চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এনামুল হক।

এ সময় তিনি স্থানীয় শিক্ষা কর্মকর্তা, গেইট তৈরির ঠিকাদার, বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন:

অতিরিক্ত প্রধান প্রকৌশলী এনামুল হক বলেন, “আমরা সকল বিষয় খতিয়ে দেখছি। এখানে যারা দায়ী থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব।”

গত ১০ অগাস্ট সকালে সদর উপজেলার স্বনির্ভর এলাকায় খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেইটের নিচে চাপা পড়ে শ্রাবণ দেওয়ান নামে প্রাক-প্রাথমিকের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

শ্রাবণ মায়ের সঙ্গে স্কুলে গিয়েছিল। ভেতরে ঢোকার সময় হঠাৎ গেইটটি তার ওপর পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।