গেইট চাপায় শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

জেলা পরিষদ গঠিত এ কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2022, 01:28 PM
Updated : 10 August 2022, 01:28 PM

খাগড়াছড়িতে স্কুলের গেইট চাপা পড়ে শিশু শিক্ষার্থীর প্রাণহানির ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা পরিষদ।

বুধবার বিকালে তিন সদস্যের এ কমিটি করার কথা জানান খাগড়াছড়ি জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী।

একই দিন সকালে সদর উপজেলার স্বনির্ভর এলাকায় খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেইট হঠাৎ পড়ে গেলে চাপা পড়ে শ্রাবণ দেওয়ান নামে প্রাক-প্রাথমিকের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

চিংলামং চৌধুরী জানান, জেলা পরিষদ সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক নিলোৎপল খীসাকে তদন্ত কমিটির আহ্বায়ক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিনকে সদস্য সচিব ও পরিষদের সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিমকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

শ্রাবণ দেওয়ান সকালে মায়ের সঙ্গে স্কুলে গিয়েছিল। ভেতরে ঢোকার সময় হঠাৎ গেইটটি তার ওপর পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

বিদ্যালয়ের পাশের স্বনির্ভর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোবিন্দ চন্দ্র রায় বলেন, “স্কুলের গেইটটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। এটি গাছের সঙ্গে খুঁটি দিয়ে আটকে রাখা হয়েছিল।”

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজে ত্রুটি চিহ্নিত করেছেন।

তিনি বলেন, “গেইটের যে কন্ডিশন দেখলাম, এর যে পরিমাণ ওজন, সেই অনুযায়ী কবজা ব্যবহার করা হয়নি। যে কবজা দেওয়া হয়েছে তা ভারী গেইট ঝুলিয়ে রাখার মত না।

কয়েক দিন আগে বিদ্যালয়ের নির্মাণসামগ্রী বহনের সময় ট্রাকের ধাক্কায় গেইটটি নড়বড়ে হয়ে যায়; প্রধান শিক্ষক বলার পরও ঠিকাদার ব্যবস্থা নেননি বলে তিনি জানান।

আরও পড়ুন:

Also Read: খাগড়াছড়িতে বিদ্যালয়ের গেইট ভেঙে প্রাণ গেল শিশুর

Also Read: শিশুর মৃত্যু: ‘গেইটটি নড়বড়ে ছিল’