নওগাঁয় হাসপাতালের সিঁড়িতে পড়ে ছিল নবজাতক

শিশুটিকে লালন-পালনের জন্য একাধিক পরিবার আগ্রহ প্রকাশ করেছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2022, 01:35 PM
Updated : 15 August 2022, 01:35 PM

নওগাঁ সদর হাসপাতালের সিঁড়ি থেকে এক নবজাতককে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের নতুন ভবনের চারতলার সিঁড়ি থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয় বলে সেখানকার শিশু বিভাগের প্রধান রতন কুমার সিংহ জানান।

তিনি বলেন, রোববার রাত ৮টার দিকে সিঁড়িতে লোকজনের শোরগোল শুনে এগিয়ে যান ওয়ার্ড বয় রাজু হোসেন। সেখানে নবজাতকটি কাঁদছিল। শিশুটিকে তুলে নিয়ে ভর্তি করান রাজু। শিশুটি সুস্থ আছে।

হাসপাতাল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে বলে জানান রতন কুমার সিংহ।

শিশু ওয়ার্ডের জ্যেষ্ঠ স্টাফ নার্স মোসাম্মৎ সাজিয়া সমুজদার বলেন, শিশুটি অক্সিজেন স্বল্পতায় ভুগছিল। তাকে দ্রুত অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। চিকিৎসক তাৎক্ষণিকভাবে শিশুটিকে দেখে চিকিৎসাসহ ওষুধপথ্য দেন। শিশুটিকে এখন হাসপাতালের নার্স তানজিলা দেখভাল করছেন।

অনেক পরিবার শিশুটিকে লালন-পালনের জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে তিনি জানান।

সদর থানার পরির্দশক মো. নজরুল ইসলাম জুয়েল বলেন, থানায় জিডি করার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়। সিসিটিভির ফুটেজ দেখে শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়া গেলে অথবা শিশুটিকে কেউ নিতে চাইলে আইনগত প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।