তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
Published : 19 Mar 2023, 05:45 PM
গাজীপুরের টঙ্গীতে তিনটি মোটরসাইকেলসহ ‘চোরচক্রের’ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার ভোরে টঙ্গীর মরকুন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- গাজীপুরের বোর্ড বাজার এলাকার রাশেদুল ইসলাম রনি (২৩), পূবাইলের রকিবুল ইসলাম রকিব (২৮), টঙ্গীর মাছিমপুর এলাকার মো. হাসিবুল ইসলাম শামীম (২৭), গাজীপুরের কালীগঞ্জের মো. সাকিল (২৩) ও মো. জুয়েল উদ্দিন (২৫)।
ওসি আশরাফুল ইসলাম জানান, বাইক চুরির অভিযোগের তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় টঙ্গীর মরকুন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে পাঁচজনকে আটক এবং তাদের কাছ থেকে চোরাই তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।