সাংগঠনিক কাজে যাওয়ার সময় পথে তাকে হত্যা করা হয়।
Published : 02 Sep 2022, 12:49 PM
খাগড়াছড়ির গুইমারায় সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফের এক নেতা নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার দেওয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গুইমারা থানার ওসি আব্দুর রশিদ জানান।
নিহত অংথোই মারমা ওরফে আগুন (৫২) উপজেলার বুদং পাড়ার কংহ্লাউ মারমার ছেলে। তিনি প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠনইউপিডিএফের সংগঠক ছিলেন।
ওসি বলেন, অংথোই দীর্ঘদিন ধরে সংগঠনটির গুইমারা ইউনিটের দায়িত্বে ছিলেন। সকালে সাংগঠনিক কাজে যাওয়ার সময় পথে সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অংথোই মারা যান। পরে ঘটনাস্থল থেকে একটি অস্ত্র ,ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।