Published : 17 Jun 2023, 09:42 PM
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে কুতুপালং শিবিরের ১ নম্বর সি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত মোহাম্মদ হারেস (২২) ওই ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে।
ওসি বলেন, বিকালে কুতুপালং বাজার সংলগ্ন স্থানীয় একটি গ্যারেজে ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।