মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Published : 30 Jan 2024, 08:51 AM
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ও বিকালে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যার পাড়া এবং জুলেখা বিবির পাড়ায় এসব ঘটনা ঘটেছে বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জানান।
মৃতরা হলো- ওই ইউনিয়নের বাইগ্যা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আবছারের ছেলে আব্দুল মোকাররম (৭) এবং জুলেখা বিবির পাড়ার বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে জান্নাতুল বকেয়া (৪)।
ইউপি চেয়ারম্যান বলেন, দুপুরে আব্দুল মোকাররমসহ কয়েক শিশু বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে পাশে থাকা পুকুরে পড়ে যায় মোকাররম। এসময় সেখানে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এদিকে বিকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিল জান্নাতুল বকেয়া। অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। এরপর স্থানীয়রা ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই ইউপি চেয়ারম্যান।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]