Published : 28 Nov 2023, 09:29 PM
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সুপ্রিম পার্টির হয়ে মনোনয়নপত্র তুলেছেন ট্রান্সজেন্ডার নারী উর্মি।
১৯ নভেম্বর গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র তুলেছেন বলে জানিয়েছেন উর্মি৷
তিনি গাজীপুর সদর উপজেলার পূবাইল বাড়ইবাড়ি এলাকার ফাইজ উদ্দিনের সন্তান। আট ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। ১৯৯৮ সালে সালে এসএসসি পরীক্ষা দিলেও তিনি অকৃতকার্য হন। পরে এলাকায় একটি বিউটি পার্লার চালাতেন।
উর্মি সাংবাদিকদের বলেন, “দলের চেয়ারম্যানের প্রতি আমি কৃতজ্ঞ। নির্বাচিত হলে আমাকে জনগণের পাশে পাওয়া যাবে।
“বুধবার আমি মনোনয়নপত্র জমা দেবে। এখন আমি কাগজপত্র ঠিক করছি। আশা করছি, মানুষ আমাকে ভোট দিয়ে সব সময় তাদের পাশে থাকার সুযোগ দেবে”, যোগ করেন উর্মি।
বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ করবে। এই জোটে ছয়টি দল রয়েছে। বিএসপির নির্বাচনি প্রতীক একতারা।
বিএসপি মুখপাত্র আজমাইন আশরাফ বলেন, “গাজীপুর-৫ আসন থেকে আমাদের দলের হয়ে চারজন মনোনয়ন চেয়েছিলেন। তাদের মধ্য থেকে আমরা তৃতীয় লিঙ্গের উর্মিকে শক্তিশালী ও যোগ্য প্রার্থী বিবেচনায় নমিনেশন দিয়েছি। তিনি লিবারেল ইসলামিক জোটের প্রার্থী হিসেবে সেখান থেকে নির্বাচন করবেন।”
গাজীপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান।
এ ছাড়া গণফোরামের প্রার্থী মো. সোহেল মিয়া এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আল আমিন দেওয়ান মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তবে কোনো প্রার্থী এখনও মনোনয়নপত্র জমা দেননি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বর পর্যন্ত নির্বাচনের রিটার্নিং/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিতে পারবেন।
১-৪ ডিসেম্বর বাছাই, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল দায়ের ৫-৯ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১০-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহরের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
গাজীপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম কামরুল ইসলাম বলেন, প্রার্থীরা কিভাবে অনলাইনে তাদের মনোনয়নপত্র পূরণ এবং সাবমিট করবেন এ ব্যাপারে মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসারের কনফারেন্স রুমে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
গাজীপুরের পাঁচটি আসনে এবার মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ১৩ হাজার ৬২৯। তাদের জন্য মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৯৩৫টি।