তবে পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল করছে বলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান।
Published : 25 Dec 2023, 01:32 PM
ঢাকা-ময়মনসিংহ-চট্টগ্রাম রেল সড়কের আব্দুল্লাপুর কোটবাড়ি রেল গেইটের কাছে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।
সোমবার সকাল ১০টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনটি আব্দুল্লাপুর এলাকার কোটবাড়ি রেল গেইটের আগে লাইনচ্যুত হয় বলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ছোটন শর্মা জানান।
তিনি বলেন, মালবাহী ট্রেন টঙ্গী রেল ব্রিজে উঠার আগ মুহূর্তে ২৭ নম্বর বগিটি আব্দুল্লাপুর কোটবাড়ি রেল গেইটের ২০০ গজ উত্তরে লাইনচ্যুত হয়ে পড়ে।
তবে পাশের লাইন দিয়ে অন্য ট্রেন চলাচল করছে।
ঢাকার কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল কাজ শুরু করে। দুপুর দেড়টার দিকেও বগি উদ্ধারের কাজ চলছিল।
এটি নাশকতা কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “ওই অংশের লাইনগুলো বেশ পুরোনো, এ কারণে ট্রেন লাইনচ্যুত হতে পারে। নাশকতার কোনো আলামত না পেলেও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”