গত ১৯ এপ্রিল সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে কুপিয়ে হত্যা করা হয়।
Published : 06 Jun 2023, 06:20 PM
একটি হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জের পৌর মেয়রকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নির্মলেন্দু দাস জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) নাজমুল আজম।
কারাগারে যাওয়া মোখলেসুর রহমান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র। তিনি শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খাইরুল আলম জেম হত্যা মামলার ১ নম্বর আসামি।
গত ১৯ এপ্রিল সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উদয়ন মোড়ে খাইরুল আলম জেমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনার তিনদিন পর নিহতের ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
এ নিয়ে এ মামলায় এজহারভুক্ত ১২ আসামি গ্রেপ্তার হলেন। এ ছাড়া গত ৩০ মে মামলার ৩২ আসামি জামিন আবেদন করলে ২৬ জনের আবেদন মঞ্জুর করে আদালত; ৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলরকে হত্যা: যুবলীগ নেতাসহ ৬ জন কারাগারে