“তিনি আত্মহত্যা করেছেন, না-কি তাকে হত্যা করা হয়েছে তা বিবেচনায় রেখে তদন্ত শুরু হয়েছে।”
Published : 23 Apr 2025, 02:25 PM
নেত্রকোণার কলমাকান্দায় পরিত্যক্ত একটি ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের মনতলা ব্রিজ সংলগ্ন উব্ধাখালি নদীর পাড়ে একটি টিনের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ইতি দাস (৩৩) কলমাকান্দা উপজেলার মনতলা (পশ্চিম পাড়া) গ্রামের সুবল দাসের স্ত্রী। তার লাশ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ইতির স্বামী সুবল দাস চা বিক্রির পাশপাশি কয়লা শ্রমিক হিসেবে কাজ করেন।
স্থানীয়দের বরাতে ওসি ফিরোজ বলেন, “ইতির পরিবার আর্থিকভাবে অসচ্ছল। তিনি প্রায়ই খাবারের জন্য নদীর পাড় থেকে শাক-পাতা কুড়াতেন। সকালে একটি পরিত্যক্ত ঘরে ইতির ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
“তিনি আত্মহত্যা করেছেন, না-কি তাকে হত্যা করা হয়েছে তা বিবেচনায় রেখে তদন্ত শুরু হয়েছে।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে ওসি ফিরোজ হোসেন জানান।