কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
Published : 23 Apr 2025, 08:16 PM
ফরিদপুর জেলার কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলনকে সভাপতি এবং বগুড়া জেলার কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার্স ফোরামের নতুন কমিটি।
মঙ্গলবার জেলা কালচারাল অফিসার্স ফোরামের পরিচালনা পর্ষদ নির্বাচনের ফলাফলে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী জেলা কালচারাল অফিসার্স ফোরাম এর পরিচালনা পর্ষদ ২০২৫-২০২৬ মেয়াদের জন্য এ নির্বাচন আয়োজন করে।
এতে সভাপতি পদে ১ জন, সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, অর্থ সম্পাদক পদে ১ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৮ বিভাগ থেকে ৮ জন কালচারাল অফিসার মনোনয়ন দাখিল করেন।
কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ছিলেন সিরাজগঞ্জের কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সল এবং নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন শেরপুর জেলার কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, কুষ্টিয়া জেলার কালচারাল অফিসার মো. সুজন রহমান।
শিল্পকলা একাডেমি কর্মকর্তা কল্যাণ সমিতির পক্ষে পর্যবেক্ষক ছিলেন শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক মো. জসিম উদ্দিন এবং সিনিয়র ইন্সট্রাক্টর এম এম শামীম আকতার।
কমিটিতে সহসভাপতি হয়েছেন- অসিত বরণ দাশ গুপ্ত (বরিশাল), এস এম টি কামরান হাসান জেলা কালচারাল অফিসার (নোয়াখালী), আব্দুল্লাহ্ আল মামুন (ময়মনসিংহ)।
যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন- সুজিত কুমার সাহা (নেত্রকোণা) ও হামিদুর রহমান (বান্দরবান)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন- আল মামুন বিন সালেহ (রাজবাড়ি)। অর্থ সম্পাদক হয়েছেন- ফাইজা হোসেন অন্বেষা (সাতক্ষীরা)।
এছাড়া আট বিভাগ থেকে যারা কার্যনির্বাহী সদস্য হয়েছেন, তারা হলেন- ঢাকা বিভাগ থেকে মোছা. শাহেলা খাতুন (গাজীপুর), চট্টগ্রাম বিভাগ থেকে মো. ফয়েজ উল্লাহ (ফেনী), খুলনা বিভাগ থেকে মো. জসিম উদ্দিন (ঝিনাইদহ), রাজশাহী বিভাগ থেকে মো. তাইফুর রহমান (নওগাঁ), রংপুর বিভাড় থেকে নুঝাত তাবাসসুম রিমু (নীলফামারী), সিলেট বিভাগ থেকে আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী (মৌলভীবাজার), বরিশাল বিভাগ থেকে তানবীর রহমান (পটুয়াখালী) এবং ময়মনসিংহ বিভাগ থেকে সাদিয়া বিনতে আফজল (জামালপুর)।