চাকরির মেয়াদকাল ২৫ বছর হওয়ায় নয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
Published : 23 Apr 2025, 08:19 PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বুধবার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে ধানমন্ডির নগর কার্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় চাকরির মেয়াদকাল ২৫ বছর হওয়ায় নয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
তারা হলেন- উপ-রেজিস্ট্রার মো. শাহ আলম ঢালী, মো. মোহসীন ইকবাল, প্রেমানন্দ শীল, মোহাম্মদ শামীম আলম মৃধা, মোছা. জিন্নাত আরা, অমিত কুমার দাম, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মো. মতিউর রহমান মোল্যা এবং সহকারী রেজিস্ট্রার এ কে এম বদরুল আলম।
জনসংযোগ কর্মকর্তা জানান, সিন্ডিকেট সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের (ভার্চুয়ালি যুক্ত), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অদ্যাপক মো. নূরুল ইসলাম, ট্রেজারার অদ্যাপক এ টি এম জাফরুল আযম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আমিনুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।