গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে আহত ২০

দুর্ঘটনার পর গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2023, 08:24 AM
Updated : 24 March 2023, 08:24 AM

গোপালগঞ্জে সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এতে ওই সড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। 

শুক্রবার ভোর ৬টার দিকে গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ভোজেরগাতী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শেখ মো. আরিফুল হক। 

তিনি জানান, সকালে সড়ক কুয়াশাচ্ছন্ন থাকায় বেনাপোলগামী মেহরাব পরিবহনের একটি বাসের সঙ্গে কোটালীপাড়াগামী দিগন্ত পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। 

মেহরাব পরিবহনের বাসটি বরিশালের পয়সারহাট থেকে এবং দিগন্ত পরিবহনের ঢাকা থেকে রওয়ানা হয়েছিল।

সংঘর্ষে দু’টি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে অন্তত ২০ যাত্রী আহত হয়। 

খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

আরিফুল হক বলেন, “গুরুতর আহত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ” 

দুর্ঘটনার পর গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে এতে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। 

প্রায় ১ ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বাসগুলি উদ্ধার শেষে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা শেখ মো. আরিফুল হক।