১৩ ফেব্রুয়ারি সকালে কলেজ যাওয়ার পথে ওই ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে জানায় পুলিশ।
Published : 21 Feb 2024, 06:08 PM
নেত্রকোণার মদন উপজেলায় কলেজে যাওয়ার পথে এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার বিকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি পার্কের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ময়মনসিংহ র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির জানান।
গ্রেপ্তার সাজন মিয়া (২২) মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ মিয়ার ছেলে।
বুধবার সকালে গ্রেপ্তারকে মদন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা আশরাফুল কবির।
মামলার বিবরণে বলা হয়, ১৩ ফেব্রুয়ারি সকালে বাসা থেকে কলেজে যাওয়ার পথে একাদশ শ্রেণির ওই ছাত্রীর পথ আটকে কু-প্রস্তার দেয় সাজন। এক পর্যায়ে তাকে তুলে দেওয়ান বাজার রোডের একটি চালের দোকানে নিয়ে যান সাজন।
“এ সময় সাজনের এক সহযোগী বাইরে থেকে দোকানে তালা লাগিয়ে দেয়। পরে ওই দোকানে আটকে রেখে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন সাজন।”
ভুক্তভোগী ছাত্রী বলেন, “আমি চিৎকার করলে হত্যার হুমকি দিয়ে সাজন আমাকে ধর্ষণ করে। পরে সেখান থেকে বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারকে জানাই। আমি সাজনের সর্বোচ্চ শাস্তি চাই।”
ওই ছাত্রীর মা বলেন, “কলেজে যাওয়ার পথে দিনদুপুরে রাস্তা থেকে তুলে নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করেছে। বাড়িতে ফিরে মেয়েটি কান্নাকাটি করে আমাকে সব জানিয়েছে।”
ঘটনার পরদিন সাজনের বিরুদ্ধে মদন থানায় মামলা করেন ওই কলেজ ছাত্রীর মা।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে আসামিকে ধরতে মাঠে নামে র্যাব। তথ্য-প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকালে রাজধানীর উত্তরায় সাজনের অবস্থান শনাক্ত করে র্যাব-১৪। পরে র্যাব-১ এর সহায়তায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: