টেকনাফে ৭ জনকে অপহরণের অভিযোগ রোহিঙ্গার বিরুদ্ধে

প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি পুলিশের কয়েকটি দল অভিযানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2023, 03:19 PM
Updated : 16 March 2023, 03:19 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড়ের গহীন জঙ্গল থেকে সাতজন স্থানীয় বাসিন্দাকে অপহরণের অভিযোগ উঠেছে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ মডেল থানার ওসি মো আব্দুল হালিম। 

অপহৃতরা হলেন- জাহাজপুরা গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন (১৭), ফজল করিম (৩৮), জাবেরুল ইসলাম (৩৫), আরিফ উল্লাহ (২২), মোহাম্মদ রশিদ(২৮), মোহাম্মদ জাফর (৩৮) ও মোহাম্মদ জয়নুল (৪৫)।

মোট নয়জনকে অপহরণ করা হলেও ঘণ্টাখানেক পর মোহাম্মদ আমির (১১) ও রিফাত উল্লাহ (১২) নামের দুই কিশোরকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছেন বলে জানান ওসি আব্দুল হালিম।

স্থানীয়দের বরাতে বাহারছড়া ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “জাহাজপুরা গ্রামের কয়েকজন বাসিন্দা দলবেঁধে পাহাড়ে ভেতরে জ্বালানির কাঠ সংগ্রহ করতে যান। দুপুরের দিকে পাহাড়ের গহীনে মুখোশধারী ১৫-২০ জন তাদের ঘিরে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করেন।

“এ সময় নয়জনকে অপহরণ করে পাহাড়ে ভেতরে নিয়ে যান মুখোশধারীরা। এলাকার নারী-পুরুষরা আতঙ্কে জীবনযাপন করছে। ওই পাহাড়ে আগে থেকে অস্ত্রধারী রোহিঙ্গাদের অবস্থান ছিল। তারা প্রতিনিয়ত লোকজন অপহরণে মুক্তিপণ আদায় করে আসছিল। এর মধ্যে দুজন কিশোর পালিয়ে এসেছেন বলে শুনেছি।”

সংশ্লিষ্ট পরিবারগুলো অপহরণের বিষয়টি পুলিশকে অবহিত করেছেন বলে জানান এই ইউপি সদস্য।

ফেরত আসা দুই কিশোরের বরাত দিয়ে ওসি আব্দুল হালিম বলেন, “দুজন কিশোরকে ছেড়ে দেওয়ার সময় সন্ত্রাসীরা তাদের বলতে বলেছে, বনবিভাগের লোকজন আটকে রেখেছিল। বয়সের ছোট হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

“দুই কিশোর বর্তমানের পুলিশ হেফাজতে আছে।”

ওসি আরও বলেন, “প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি পুলিশের কয়েকটি দল অভিযানে আছে। পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও পাহাড়ের বিভিন্ন স্থানে অভিযানে সহযোগিতা করছেন।”