দেশের সাড়ে ছয় হাজার নৌপথকে শতভাগ নিরাপদ করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় নৌপুলিশ।
Published : 09 Aug 2023, 11:12 PM
চাঁদপুরের পদ্মা-মেঘনায় চলা অবৈধ বালুবাহী আটটি বাল্কহেড জব্দ ও ২১টির বিরুদ্ধে মামলা দিয়েছে নৌপুলিশ।
বুধবার দুপুর থেকে চাঁদপুরের মেঘনার মোহনা হয়ে মাদারীপুরের শিবচর পর্যন্ত অভিযানে অর্ধশত বাল্কহেড যাচাই-বাছাই করা হয়।
অভিযানের সময় নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম বলেন, “দেশের সাড়ে ছয় হাজার নৌপথকে শতভাগ নিরাপদ করতে এই অভিযান। কয়েকদিন আগে বাল্কহেডের কারণে মুন্সীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা এড়াতে নৌপুলিশের এ অভিযান, যা অব্যাহত থাকবে।”
এ সময় চাঁদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জের নৌপুলিশ সুপার মিনা মাহমুদা, ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আশিকুজ্জামান ও নৌপুলিশের প্রধান কার্যালয়ের পুলিশ সুপার আহাদুজ্জামান উপস্থিত ছিলেন।