মৃত কবুতরগুলো মাটিচাপা দেওয়া হয়েছে।
Published : 06 Dec 2022, 10:53 AM
নাটোর সদর উপজেলায় ৩৫টি মৃত কবুতর উদ্ধার করা হয়েছে; যেগুলো বিষ মেশানো গমবীজ খেয়ে মারা গেছে বলে মালিকদের অভিযোগ।
উপজেলার তেবারিয়া ইউনিয়নের চন্দ্রকলা পশ্চিমপাড়া এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে মৃত কবুতরগুলো উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়।
শখের বসে কবুতর পালেন ওই এলাকার মো. লুৎফর রহমানের ছেলে মো. রাজু হোসেন। তিনি বলেন, “দুপুরে কবুতর বাড়ি ফিরে না আসলে খোঁজাখুজি করা হয়। এক পর্যায়ে মো. বাবুর গমের জমির আশেপাশে কবুতরগুলো মৃত অবস্থায় পাওয়া যায়।
“জমির মালিক বাবু আমাদের একটু জানাতে পারতো যে গমে বিষ মেশানো আছে, কবুতর যেন না আসে।”
মো. জনি হোসেন, তারেক হোসেন, মো সবুজ, রাহান আলী, মোজাম্মেল হোসেন, আলিফ হোসেনসহ সাতটি পরিবারের ৩৫টি কবুতর গমে মেশানো বিষ খেয়ে মারা গেছে বলে জানান তিনি।
কবুতরের আরেক মালিক মো. সবুজ বলেন, “পোষা কবুতর সকালে ছেড়ে দেই ঘুরে ঘুরে খায়। জমিতে গমের বীজ ছিটালে পাখিরা গম খেয়ে ফেলে। তাই অনেক চাষি গম বোনার সময় বীজের সঙ্গে বিষ মিশিয়ে দেয় যেন পাখিরা না খায়।”
তারেক হোসেন বলেন, পাখির হাত থেকে গমবীজ রক্ষার জন্য বিষ মিশিয়ে তা জমিতে বপন করেছিলেন বাবু। বিষয়টি তিনি কাউকে জানান নাই, এমনকি জমিতে সতর্কতামূলক কোনো ব্যবস্থাও নেন নাই।
অভিযোগের বিষয়ে বাবু বলেন, তিনি গম বীজের রক্ষা করতে বীজের সঙ্গে ‘পাউডার’ মিশিয়েছেন। যা খেলে কবুতর মরে না।
তেবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. ওমর আলী প্রধান বলেন, তিনি ঘটনাটি শোনার পর কবুতরগুলোর মালিক এবং বাবুর সঙ্গে কথা বলেছেন। বিষয়টি আপাতত সমাধান হয়েছে।