২০১৫ সালের ৭ নভেম্বর থেকে তিনি এ কারাগারে ছিলেন বলে জানান জ্যেষ্ঠ কারাধ্যক্ষ।
Published : 17 Dec 2022, 06:24 PM
গাজীপুরের কাশিমপুর উচ্চ নিরাপত্তা সম্পন্ন কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড পাওয়া এক কয়েদির মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে কারাগারটির জ্যেষ্ঠ কারাধ্যক্ষ সুব্রত কুমার বালা জানান।
কয়েদি আশফাক আহমেদ শিহাব (৩৪) টাঙ্গাইলের সদর উপজেলার রেজিস্ট্রিপাড়া এলাকা মো. মোস্তফা শফির ছেলে। তার কয়েদি নম্বর ৪২০৭/এ।
সুব্রত কুমার বালা জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় বুকে ব্যথা দেখা দেয় ওই কয়েদির। তাৎক্ষণিক তাকে কারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তখন অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঢাকার পল্লবী থানায় হওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ড পান আশফাক। তিনি ২০১৫ সালের ৭ নভেম্বর থেকে এ কারাগারে বন্দি ছিলেন।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ জ্যেষ্ঠ কারাধ্যক্ষ।