ভিডিও কনফারেন্সে তারেক রহমান বক্তব্য শুরু করলে পুলিশ বাধা দেয়; এরপর যুবদল নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়ান।
Published : 04 Apr 2023, 10:53 PM
কুমিল্লায় যুবদলের সভায় তারেক রহমানের বক্তব্য দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার পর অন্তত ২০ জন নেতাকর্মী আটক হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কান্দিরপাড়ের টাউন হল মিলনায়তনে যুবদলের কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
সংগঠনের নেতাকর্মীরা জানান, সভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্য চলাকালে পুলিশ এসে বাধা দিলে বাকবিতণ্ডা হয়।
তবে পুলিশ বলছে, সভাস্থলের অনুমুতি নেওয়ার সময় তারেক রহমান বক্তব্য দেবেন – এ বিষয়টি গোপন করা হয়েছিল। এ জন্য পুলিশ সেখানে গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় যুবদলের কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। টুকুর বক্তব্য শেষ হলে বক্তব্য শুরু করেন তারেক।
এ সময় কুমিল্লা কোতয়ালি থানার কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন বাকচিসহ একদল পুলিশ টাউন হলে প্রবেশ করে। এক পর্যায়ে পুলিশ ও যুবদল নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে অতিরিক্ত পুলিশ আনা হয়। পরে ঘটনাস্থল থেকে অন্তত ২০ জনকে আটক করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, তারা টাউন হলে ইফতার মাহফিল করার কথা ছিল। কিন্তু ভিডিও কনফারেন্সে তারেক রহমান যুক্ত হবেন – এমন কথা ছিল না।
“বিদেশে পলাতক থাকা তারেক রহমান যোগ দিলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। পরবর্তীতে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া ২০ জনকে আটক করে পুলিশ।”
বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে তিনি জানান।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “আমাদের সভা ও ইফতার মাহফিলের সময় বাধা দিয়েছে পুলিশ। কিন্তু আমরা পুরো অনুষ্ঠান শেষ করেছি। পুলিশ আমাদের ২০ জনের মতো নেতাকর্মীদের আটক করেছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।”
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (কুমিল্লা বিভাগ) আনোয়ারুল হকের সভাপতিত্বে যুবদলের ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। আর বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন।