অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়।
Published : 09 May 2023, 02:19 PM
মানিকগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলে স্কুলে যাওয়ার পথে এক শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে বেতিলা-বালিরটেক আঞ্চলিক সড়কের হিজলাইন এলাকার এনবিসি ইটভাটার সামনে এই হামলার ঘটনা বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার।
হামলার শিকার জামাল উদ্দিন (৪৮) লেমুবাড়ী বিনোদাসুন্দরী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
জামাল উদ্দীনের সঙ্গে থাকা তার সহকর্মী আবুল হোসেন জানান, মানিকগঞ্জ জেলা শহরের বাসা থেকে তিনি প্রতিদিন জামালের মোটরসাইকেলে বিদ্যালয়ে যান।
মঙ্গলবারও তারা দুজনে স্কুলে যাচ্ছিলেন। পথে তাদের মোটরসাইকেলটি ইটভাটা এলাকায় পৌছাঁলে দুই যুবক জামালকে লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে। এতে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান।
“এ সময় পেছন দিক থেকে আরেকটি মোটরসাইকেলে আরও দুইজন সেখানে আসে। তারা তাদের ব্যাগের ভেতর থেকে চাপাতি বের করে জামাল উদ্দিনকে কোপাতে থাকে। একপর্যায়ে তাকে সংজ্ঞাহীন ও রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায় যুবকরা। তখন স্থানীয়দের সহায়তায় তাকে সদর হাসপাতালে নিয়ে যাই।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিনবন্ধু রায় বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, আহত অবস্থায় জামাল উদ্দীনকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়।
ওসি আব্দুর রউফ সরকার জানান, এ ঘটনায় হামলাকারীদের দ্রুত আটকের চেষ্টা চলছে।