কুমিল্লা নগরীতে বিএনপির হরতালের সময় নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় গ্রেপ্তার ব্রিটিশ নাগরিক মোহাম্মদ ইলিয়াস মুকিতকে জামিন দিয়েছে আদালত।
সোমবার দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন তার জামিন আবেদন মঞ্জুর করেন বলে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন জানান।
ইলিয়াস মুকিত (৪২) লন্ডনের ম্যানচেস্টার শহরের বাসিন্দা। তিনি জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক। তার বাবা কুমিল্লা আদর্শ সদর উপজেলার মনোহরপুর এলাকার মো. আব্দুল মুকিত ১৯৬৫ সালে লন্ডনে চলে যান। পরে স্ত্রীকেও নিয়ে যান তিনি। সেখানেই ইলিয়াসসহ তাদের তিন ছেলের জন্ম হয়।
মুকিতের পরিবারের ভাষ্য, তিনি বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। জমিজমা নিয়ে বিরোধে তাকে ফাঁসানো হয়েছে।
আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “আমরা বিচারকের কাছে এর আগেও দুইবার অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করেছি এবং সব কাগজপত্র জমা দিয়েছি। তৃতীয় আবেদনে আজ স্থায়ীভাবে তাকে জামিন দেওয়া হয়েছে।
“তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর ব্রিটিশ হাইকমিশন থেকে আমার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে। এ বিষয়টি তাদের পর্যেবক্ষণে রয়েছে। তাদের নাগরিকের যত সহযোগিতা দরকার, তারা করতে প্রস্তুত আছে বলে জানিয়েছে”, যোগ করেন আইনজীবী।
২৯ অক্টোবর বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা হরতালের দিন কুমিল্লা নগরীর চকবাজারে বিএনপি নেতাদের মিছিলে ধাওয়া দেয় পুলিশ। এতে সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।
২৯ অক্টোবর রাতেই কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই জীবন কৃষ্ণ মজুমদার বাদী হয়ে মামলাটি করেন।
ওই মামলায় বিএনপি নেতাদের নামের সঙ্গে ৩০ নম্বর আসামি হিসেবে জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক মোহাম্মদ ইলিয়াস মুকিতের (৪২) নামও যুক্ত হয়। গ্রেপ্তারের পর তাকে ৩১ অক্টোবর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ইলিয়াসকে আসামি করা নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।