সার্ভার জটিলতাসহ নানা কারণে হজে যেতে ইচ্ছুক ৭৪ হাজার মানুষ এখনো নিবন্ধন করতে পারেনি বলে জানান ফরিদুল হক খান।
Published : 23 Jan 2024, 08:28 PM
হজের চূড়ান্ত নিবন্ধনের জন্য সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে; তারা সুযোগ দিলে সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
মঙ্গলবার দুপুরে জামালপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
১৮ জানুয়ারি হজ নিবন্ধনের সময় শেষ হয়েছে জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, সার্ভার জটিলতাসহ নানা কারণে এখনো প্রায় ৭৪ হাজার মানুষ নিবন্ধন করতে পারেনি।
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে না পরার জন্য দেশের মানুষের অলসতাকে দায়ী করেছেন ফরিদুল হক খান।
এর আগে দলীয় কার্যালয়ে পৌঁছলে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু।
পরে মন্ত্রী জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এতে জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার মো. কামরুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেন বক্তব্য দেন।
আরও পড়ুন: