তিনদিনের ছুটিতে এ জট তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
Published : 23 Dec 2022, 12:33 PM
পদ্মা সেতুর অভিমুখে মুন্সিগঞ্জের লৌহজং ও শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
শুক্রবার ভোর থেকে লৌহজংয়ে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে শ্রীনগর উপজেলার সমষপুর পর্যন্ত এ যানজট দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও যাত্রীরা।
পদ্মা উত্তর থানার ওসি আলমগীর হোসাইন বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন কিলোমিটার এলাকায় ঈদের ছুটির মত ভিড় পড়েছে। তিনদিনের সরকারি ছুটি এবং স্কুল-কলেজ বন্ধ থাকায় অনেকে পদ্মা সেতু হয়ে কুয়াকাটাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন পর্যটন এলাকায় যাচ্ছে। তাই এখানে চাপ পড়েছে।
এছাড়া পদ্মা সেতুর ৬টি টোলপ্লাজার মধ্যে ২টি টোলপ্লাজা সংস্কারের জন্য বন্ধ রয়েছে। এখন ৪টি টোলপ্লাজা দিয়ে টোল নেওয়া হচ্ছে। তাই বাড়তি চাপ সামাল দিতে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।
তিনি আরও বলেন, “পুলিশ সকাল থেকে সেতু এলাকায় অবস্থান করছে। কোনো রকম ঝামেলা ছাড়া সুশৃঙ্খলভাবে আমরা গাড়ি পার করছি।”