উদ্ধার হওয়াদের মধ্যে তিনজন কিশোরী, দুজন তরুণ। তাদের মধ্যে দুজনের বাড়ি খাগড়াছড়িতে, তিনজনের রাঙ্গামাটিতে।
Published : 09 Jun 2024, 09:18 PM
চীনে উন্নত জীবনের মিথ্যা আশ্বাস দিয়ে মানব পাচারের অভিযোগে এক চীনা নাগরিক ও তার বাংলাদেশি স্ত্রীকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ির পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে পাঁচ কিশোরী-তরুণকে।
শনিবার ঢাকার উত্তরা থেকে পাঁচ ভিকটিমসহ চীনা নাগরিককে গ্রেপ্তারের পর রোববার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা থেকে তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর।
গ্রেপ্তাররা হলেন, চীনা নাগরিক জিও সুইওয়ে (৩৪) ও তার স্ত্রী সুমি চাকমা হেলি।
রোববার বিকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, " গত ২ জুন খাগড়াছড়ির পানছড়ি থেকে দুই কিশোরী নিখোঁজ হয়। এই ঘটনায় থানায় দুইটি সাধারণ ডায়েরির সূত্র ধরে অভিযানে নামে খাগড়াছড়ি জেলা পুলিশ।
পরে প্রযুক্তির সাহায্যে শনিবার ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরের হরিজেন্টাল ভবনের একটি অভিজাত ফ্ল্যাট থেকে পানছড়ি থেকে নিখোঁজ দুই কিশোরীসহ পাঁচ জনকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় জিও সুইওয়েকে।
উদ্ধার হওয়া অন্যদের মধ্যে একজন কিশোরী, দুজন তরুণ। তাদের বাড়ি রাঙ্গামাটিতে। তাদের রাঙ্গামাটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে জিও সুইওয়ের বাংলাদেশি স্ত্রী ও মানবপাচার চক্রের সদস্য সুমি চাকমা হেলিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছিলেন পুলিশ সুপার।
পরে সন্ধ্যায় তিনি জানান, সুমি চাকমা হেলিকে রোববার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া চীনা নাগরিক জিও সুইওয়েকে খাগড়াছড়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।