মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পাবলিক লাইব্রেরির পাঠকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Published : 22 Apr 2023, 08:10 PM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি হাইস্কুল মাঠে ঈদ ও বৈশাখী আড্ডায় মেতেছিলেন পাঠকরা। কবিতা, গল্প পাঠের উন্মুক্ত এ আসরে সবাইকে মুগ্ধ করেছে প্রাচীন পুঁথির পাঠ।
শনিবার বিকাল সাড়ে ৪টায় হরিরামপুর উপজেলা পাবলিক লাইব্রেরির পাঠকদের এ আয়োজন সঞ্চালনা করেন আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব তৈয়বুল আজহার উজ্জ্বল।
শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা পাবলিক লাইব্রেরির পাঠকদের পক্ষে মাসুদুর রহমান। অতিথি ছিলেন কবি আক্তারুজ্জামান আজাদ।
অনুষ্ঠানে কবিতা পাঠ, গল্প বলা, পুঁথিপাঠ ও সাহিত্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আক্তারুজ্জামান আজাদ বলেন, “ধর্মান্ধতার প্রসারে দেশে একটা গোমট পরিবেশ তৈরি হয়েছে। ধর্মান্ধতার সমাধান কী? এটা একজন জানতে চেয়েছেন। আমি তাকে জানিয়েছি, ঈদের দিন হরিরামপুরে যে কবিতা পাঠের আসর ও সাহিত্য আড্ডা আয়োজন এগুলো বেশি বেশি আয়োজনই ধর্মান্ধত্বরার সমাধান।
“এখানে পাঁচ বছরের শিশু, ৪০ বছরের বাবা এবং ৭০ বছরের দাদা এসেছেন কবিতা পাঠ বা শুনতে। এটাই ধর্মান্ধতার সমাধান।”
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করেন।
উন্মুক্ত আসরে পুঁথিপাঠ করেন কবি বিনয় কর্মকার। এ ছাড়া কবিতা পাঠ করেন হরিপদ সূত্রধর, আবিদ হাসান বিপ্লব, হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য, বিলকিস আক্তার, জয়ন্তী কর্মকার, জিসান রহমান সম্রাট, কবি জাহিদ আজিম।
গল্প পাঠ করেন প্রবণ পাল, নিখিল রায়।
কবিতা পাঠের আসরের প্রথম পর্বের বিরতির মাঝে পাটগ্রাম স্কুল মাঠের বটতলাকে স্কুলের সাবেক শিক্ষক ‘পূর্ণ চন্দ্র সেন চত্বর’ নামকরণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দিলীপ কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব উপস্থিত ছিলেন।