গাছ কাটার সময় কাঠ ব্যবসায়ীর শিশুপুত্রটি ঘরের বারান্দায় ছিল।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন মাইক্রোবাসের আরও তিন যাত্রী।
বৃহস্পতিবার সকালে শাহাজিবাজার মানিকপুর গ্যাস ফিল্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূইয়া।
নিহত ৩৫ বছরের আব্দুল মালেক শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের শুকুর আলীর ছেলে।
ওসি মাইনুল জানান, মহাসড়কে একটি নোহা মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সিলেটমুখী ছোট ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেকের মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান ওসি।