স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাস্তার সংস্কার কাজ চলমান থাকায় ট্রাকটির গতি ছিল ধীর।
Published : 27 Nov 2023, 11:05 AM
বিএনপির ডাকা অবরোধের মধ্যে রাজশাহীতে পেট্রোলবোমা ছুঁড়ে পাটকাঠি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশের সড়কে এ ঘটনা ঘটে বলে মতিহার থানার ওসি রুহুল আমিন জানান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, পাটকাঠি নিয়ে ট্রাকটি বাগমারা যাচ্ছিল। রাস্তার সংস্কার কাজ চলমান থাকায় ট্রাকটির গতি ছিল ধীর। তখন দুর্বৃত্তরা পেট্রোলবোমা মেরে ট্রাকের পাটকাঠিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, অবরোধ সমর্থনকারীরা এ ঘটনা ঘটিয়েছে।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই পাটকাঠিসহ পুরো ট্রাকটি পুড়ে যায়।
এ ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। পুলিশ এ নিয়ে কাজ করছে বলেও জানান ওসি রুহুল আমিন।