এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন।
Published : 17 Aug 2024, 09:49 PM
বরিশালের উজিরপুর উপজেলায় চুরি করতে গিয়ে আটক এক যুবক ‘গণপিটুনিতে’ মারা গেছেন; এতে আহত হয়েছেন তার এক সহযোগী।
শুক্রবার মধ্যরাতে উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহমেদ।
নিহত সুমন হালদার (৩০) একই এলাকার নগেন হালদারের ছেলে।
আহত একই এলাকার বাসিন্দা মহানন্দ বাড়ৈর ছেলে ভক্ত বাড়ৈ (৩০) হাসপাতালে চিকিৎসাধীন।
জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেবী রানী দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনেছি চুরি করতে গিয়ে দুইজন পাহারাদারদের হাতে ধরা পড়েছে। এর মধ্যে পিটুনিতে একজন নিহত হয়েছে। আরেকজন গুরুতর আহত।
“নিহত সুমন একজন ছিঁচকে চোর। তার বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ রয়েছে।”
ওসি জাফর আহমেদ বলেন, “সুমন এবং ভক্তসহ দুই থেকে তিনজন রাত আড়াইটার দিকে সুলতান মহুরির অটোরিক্সার গ্যারেজে চুরি করতে যান। তারা গ্যারেজের বেড়া ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন।
“টের পেয়ে পাহারাদাররা ডাক-চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে এলাকাবাসী এসে দুজনকে আটক করে পিটুনি দেয়। এতে একজন মারা যায়।”
খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় চুরি এবং হত্যার অভিযোগে আলাদা দুটি মামলা করা হবে বলে জানান ওসি জাফর আহমেদ।