প্রয়োজনীয় নিরাপত্তা নিয়ে ফায়ার সার্ভিসের দুইজন দক্ষ কর্মীকে বরফকলের ভিতরে পাঠান হয়েছে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।
Published : 09 Jun 2024, 01:13 AM
ভোলার দৌলতখান উপজেলায় বরফকলের অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের পর গুরুতর অসুস্থ হয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছে দুই শিশু।
শনিবার সন্ধ্যা ৭টায় পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট সংলগ্ন বেড়ীবাধের ওপর খোরশেদ আলম দরবেশের বরফকলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক লিটন আহমেদ।
নিহত সিদ্দিকা খাতুন পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের মৃত হাদিসের স্ত্রী। আহত হয়েছেন স্থানীয় মফিজের দেড় বছরের মেয়ে ফাইজা ও বেল্লালের মেয়ে হুমাইরা।
স্থানীয়দের বরাতে লিটন আহমেদ বলেন, সন্ধ্যায় ৭টার দিকে খোরশেদ আলম দরবেশের বরফকলে হঠাৎ বিকট শব্দ হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা সেখানে গিয়ে দেখতে পায় বরফকলের ঘরের ঢিনের চালা এবং দেওয়াল ফেটে ইট-সুড়কি পাশের দোকান-বসত বাড়ির ওপর পড়ে আছে।
সেখানে গ্যাস ছড়িয়ে পড়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা সিদ্দিকা খাতুন, ফাইজা ও হুমাইরা।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, দৌলতখান থানা পুলিশ, দৌলতখান ও ভোলা ফায়ার সার্ভিস যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে সেখানেই সিদ্দিকা খাতুনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, অ্যামোনিয়া গ্যাস খুব ক্ষতিকারক। তাই আশপাশের লোকজনদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। বরফকলে অ্যামোনিয়া গ্যাস রক্ষণাবেক্ষণের ক্রটি থাকায় এ ঘটনা ঘটতে পারে।
তিনি আরও বলেন, “ফায়ার সার্ভিসের দুইজন দক্ষ কর্মী প্রয়োজনীয় নিরাপত্তা নিয়ে বরফকলের ভিতরে পাঠান হয়েছে। তবে সেখানে কোনো আহত বা নিহত পাওয়া যায়নি। ”