এ ছাড়া খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টা এবং সকাল ১০টায় ঈদের দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।
Published : 28 Mar 2025, 07:42 PM
খুলনায় ঈদুল ফিতরের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
এ ছাড়া খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টা এবং সকাল ১০টায় ঈদের দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নামাজ পড়তে আসা মানুষদের গাড়ি রাখার জন্য জেলা স্টেডিয়ামের পাশে আউটার স্টেডিয়াম সংরক্ষিত থাকবে। এ ছাড়া অযুর জন্য পানির ব্যবস্থা রাখা হবে।
তবে ঈদের দিন আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প স্থান হিসেবে প্রধান জামাত খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এ ছাড়া খুলনা জেলা মডেল মসজিদ ও কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
এদিকে খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে আলাদ আলাদা ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের জামাত নির্বিঘ্ন করার জন্য নগরে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার এম এম শাকিলুজ্জামান।
তিনি বলেন, ঈদকে ঘিরে পুরো নগরের গুরুত্বপূর্ণ ঈদগাহ ময়দানসহ বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সড়ক পথে শৃঙ্খলা ফেরাতে রয়েছে পুলিশ চেকপোস্ট। এ ছাড়া নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
ঈদে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে কয়েক স্তরের নিরাপত্তাবলয় তৈরির করার কথা বলেছেন মহানগর পুলিশের এই কর্মকর্তা।