“মাঝিসহ চারজন সাঁতরে আরেকটি নৌকায় উঠতে পারলেও আবদুর রহমান নিখোঁজ হন।”
Published : 02 Aug 2024, 03:25 PM
কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে একটি নৌকা ডুবে এক জেলে নিখোঁজ রয়েছেন।
শুক্রবার ভোর ৬টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া উপকূলে এ দুর্ঘটনা ঘটে বলে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজমুল হক জানিয়েছেন।
নিখোঁজ ১৭ বছর বয়সী আবদুর রহমান সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের হাফেজ উল্লাহর ছেলে।
নিখোঁজ আব্দুর রহমানকে উদ্ধার করতে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা কাজ করছে বলে সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান।
ডুবে যাওয়া নৌকার মালিক বকসু মিয়া বলেন, “প্রতিদিনের মত নৌকা নিয়ে পাঁচজন মাঝিমাল্লা সাগরে মাছ শিকার করতে যায়। সেখান থেকে ফেরার পথে শাহপরীর দ্বীপ উপকূলে বঙ্গোপসাগরে একটি বড় ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়।
“তখন নৌকার মাঝিসহ চারজন সাঁতরে আরেকটি নৌকায় উঠতে পারলেও আবদুর রহমান নিখোঁজ হন।”
তবে সাঁতরে যারা পাড়ে উঠতে পেরেছেন, তারা নিরাপদে বাড়ি ফিরে গেছেন বলে জানান এ জনপ্রতিনিধি।
পরিদর্শক নাজমুল বলেন, সাগরে মাছ ধরার নৌকা ডুবে এক জেলে নিখোঁজ রয়েছে। একই নৌকায় থাকা বাকিরা নিরাপদে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাটে পৌঁছেছেন।