হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানার মূল ফটকে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
Published : 23 Feb 2025, 12:17 AM
রাজশাহীর দুর্গাপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারী নিহত হয়েছেন; আটক হয়েছেন আটজন।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের তিউরকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান।
নিহত ফেরদৌসী বেগম (৫০) ওই গ্রামের আব্দুর জব্বারের স্ত্রী।
সংঘর্ষে আব্দুর জব্বার (৬৫) ছাড়াও অন্য আহতরা হলেন- একই গ্রামের আলম (৪০), জেহেরের ছেলে সাইদুর রহমান (৪০), আতাউর রহমানের ছেলে জিন্নাত (৫০), আকবর আলীর মেয়ে জেসমিন (৩০), আবুল কালাম (৪৫) ও তার ছেলে সাকিব (১৭), মৃত আব্দুল সামাদের স্ত্রী রজুফা বেগম (৬৫), ফয়েজ উদ্দিনের ছেলে মামুন (৩৮), ফয়েজ উদ্দিনের মেয়ে জায়েদা (৩৫), হাফিজুরের স্ত্রী জাহানারা (৫৫), মুনছুরের ছেলে সাইনুল (৪৫), ইয়াদ আলীর ছেলে সাইদুর (৪০) ও ইসলামের স্ত্রী রাজিয়া (৩২)।
তাদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জমি নিয়ে সম্প্রতি থানায় দেওয়া এক পক্ষের অভিযোগের বরাতে দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, “দীর্ঘদিন ধরে জমি নিয়ে দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলামের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা মামুনুর রশীদের দ্বন্দ্ব চলছে।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মামুন সেই জমি তার নানার দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করেন।”
“গত ৭ ফেব্রুয়ারি সেই জমিতে থাকা পানবরজে আগুন, আমগাছ ও সরিষার ক্ষেত কেটে ফেলা হয় বলে থানায় অভিযোগ আসে,” বলেন ওসি।
রিয়াজুল ইসলাম বলেন, “আজকেও ফের জমি দখল করতে আসলে আমার লোকজন বাধা দেয়। এ সময় প্রতিপক্ষের ভাড়াটে লোকজন আমার পক্ষের মধ্যবয়সী এক নারীকে পিটিয়ে হত্যা করেছে।”
প্রত্যক্ষদর্শী তসলিমা বিবি বলেন, “আমার চোখের সামনে মামুন তার দলবল নিয়ে হামলা করে। আমি প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে আসি।”
দেলুয়াবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, আদালতে এই জমি নিয়ে মামলা চলছে। মামলায় আদালত ১৪৪ ধারা জারি করেছেন। কিন্তু আদালতের ১৪৪ ধারার আদেশ ভঙ্গ করে প্রতিপক্ষ গত ৭ ফেব্রুয়ারি ধারালো অস্ত্র দিয়ে আমার জমিতে থাকা আমগাছ কেটে নিয়ে জমি জবর দখল করে। বাধা দিতে গেলে আমার লোকজনকে বেধড়ক পিটিয়ে আহত করা।”
শনিবারের ঘটনার পর থেকে বিএনপি নেতা মামুনুর রশীদ পলাতক বলে জানিয়েছে পুলিশ।
যদিও আটক আটজনের নাম জানায়নি পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করে পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইতিমধ্যে থানা পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
এদিকে, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে থানার মূল ফটকে বিক্ষোভ করেছে এলাকাবাসী।