র্যাব জানায়, গ্রেপ্তার এড়াতে নিজ এলাকা ছেড়ে ফেনী জেলা বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন তাওহিদুল।
Published : 27 Apr 2025, 04:45 PM
বাগেরহাটের ধর্ষণ মামলার পলাতক আসামিকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাতে সদর উপজেলার লেমুয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান।
গ্রেপ্তার মো. তাওহিদুল ইসলাম (২৩) বাগেরহাটের মোড়লগঞ্জ থানার বারইখালী এলাকার বাসিন্দা।
স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শনিবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি তাওহিদুলকে গ্রেপ্তার করে র্যাব।
“জিজ্ঞাসাবাদে তিনি ওই মামলার এজাহারনামীয় পলাতক আসামি বলে স্বীকার করেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর থেকে গ্রেপ্তার এড়াতে নিজ এলাকা ছেড়ে ফেনী জেলা বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন।”
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।