পদ্মা সেতুর রেলপথের বসল শেষ স্লিপার, ঢালাই বুধবার

দেশি-বিদেশি প্রকৌশলীদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যে মঙ্গলবার রাত ১০টার দিকে স্লিপারটি বসানো হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2023, 07:07 PM
Updated : 28 March 2023, 07:07 PM

পদ্মা সেতুর রেলপথের শেষ স্লিপার বসে গেছে। বুধবার ঢালাই হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

পাথরবিহীন রেললাইন নির্মাণের কাজের শেষ ধাপে এখন বাকি আছে সাত মিটারে কংক্রিটের ঢালাই। এটি হয়ে গেলে শেষ হবে সেতুর রেল লাইন।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ জানান, স্লিপারটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে মাওয়ায় পৌঁছায়। পৌঁছানো মাত্রই স্লিপারটি মাওয়া প্রান্তের রেল স্টেশন থেকে ট্র্যাককারে করে নিয়ে যাওয়া হয় সেতুর মাঝামাঝি ৫ নম্বর মুভমেন্ট জয়েন্টে।

“দেশি-বিদেশি প্রকৌশলীদের নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে স্লিপারটি বসানো হয়।”

তিনি বলেন, এখন শুধু অপেক্ষা কংক্রিটের ঢালাইয়ের। ঢালাইয়ের কাজ সম্পন্ন হলে কিউরিংয়ের জন্য অপেক্ষা করতে হবে ৭২ ঘণ্টা। এর মধ্য দিয়েই শেষ হবে পদ্মা সেতুতে রেল সংযোগের শতভাগ কাজ।

দেশে প্রথমবারের মতো সর্ববৃহৎ রেলব্রিজ মুভমেন্ট জয়েন্ট স্থাপন করা হয়েছে পদ্মার রেল সেতুতে। এতে দ্রুতগতির রেল চলাচলের সময় এ জয়েন্টে রেললাইন ৮০০ মিলিমিটার পর্যন্ত সম্প্রসারিত হতে পারবে। আর সেতুতে আটটির মধ্য সাতটি জয়েন্টই বসে গেছে।